সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের ৭ম মিনিটেই জাভি সিমোনসের গোলে লিড নিয়েছিলো নেদারল্যান্ডস। ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডেকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচের একেবারে শেষদিকে, ৯০তম মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে জয় পায় গত আসরের রানার্সআপরা।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী রোববার রাত একটায় শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।