ভারতের অরুনাচলে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়ে বাংলাদেশের যুবারা। প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের দল। রোববারের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপের মধ্যকার বিজয়ী দল।
স্থানীয় গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধেই হয়েছে ম্যাচের তিন গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে সুমনের জায়গায় জয় আহমেদকে মাঠে নামান কোচ। ৬৩তম মিনিটে কাজী রিফাতের বদলী নামেন মোহাম্মদ মানিক। এর পারই বদলে যায় ম্যাচের চিত্র।
ম্যাচে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করা বাংলােদেশ ৭৪তম মিনিটে আশিকুর রহমানের গোলের পর ৮১তম মিনিটে নাজমুল হক ফয়সালের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৮৭তম মিনিটে নেপালের পক্ষে সুজন ডঙ্গল ব্যবধান কমালেও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় প্রতিপক্ষকে।
৮ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে বাংলাদেশ শেষ চারে জায়গা করে নেয়।
‘বি’- গ্রুপে ভারতীয় যুবারা দুই ম্যাচেই জয় পেয়েছে। ফলে ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলছে চ্যাম্পিয়ন হয়ে। নেপাল গ্রুপে দুই ম্যাচের মধ্যে একটিকে জয় পেয়েছে অন্যটিতে হেরেছে। বি-গ্রুপের রানার্স আপ হিসেবে সেমিফাইনালে খেলা নেপাল বিদায় নিলো বাংলাদেশের কাছে ২-১ গোলের পরাজয় নিয়ে।