অচেনা প্রতিপক্ষ, তাই নেপালের বিপক্ষে ম্যাচের আগেই সতর্ক ছিলেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু। পুরো ম্যাচেই দেখেশুনে খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্থে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধ এক গোলে শোধ করে নেপাল। পরে আরও এক গোলে করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফিদা খন্দকারের দল। ম্যাচে জোড়া গোল করেন ১০ নাম্বার জার্সিধারী মোসাম্মত সাগরিকা।
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে, দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নেপালের মেয়েদের মুখোমুখি হয়। শুরু থেকেই দাপট ছিলো বাংলাদেশের মেয়েদের।
রোববার দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ ফেব্রুয়ারি গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মেয়েরা। রাউন্ট রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রতিটি দলই একবার করে পরষ্পরের মুখোমুখি হচ্ছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠেয় ফাইনাল খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল।