সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ললিতপুরের আনফা কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। অবশ্য আগের ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশের যুবারা।
শেষ চার আগেই নিশ্চিত করেছিল নেপালও। আজ স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল গ্রুপ সেরা হওয়ার। তবে সেই স্বপ্ন পূরণ হলো না দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করায়।
সেমিফাইনালে ভারতকে পেতে পারে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে গ্রুপ সেরা কে হচ্ছে সেটা এখনো নিশ্চিত হয়নি। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত আর ২ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভুটানও।