বাংলাদেশের তিনটি ম্যাচ ২, ৫ ও ৮ মার্চ। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে নেপাল, ভারত ও ভুটান।
নেপালে আজ শুরু হচ্ছে চারজাতি সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল। টুর্নামেন্টে অংশ নিতে গত বুধবার বাংলাদেশ দল নেপালে পৌঁছেছে। আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ১০ মার্চ।
বাংলাদেশ ছাড়া স্বাগতিক নেপালের পাশাপাশি এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত ও ভুটান। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে ভারত ও ভুটান। আগামীকাল শনিবার বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। টুর্নামেন্টের সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সোয়া তিনটায়।
টুর্নামেন্টে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ প্রতি দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।
বাংলাদেশের তিনটি ম্যাচ ২, ৫ ও ৮ মার্চ। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে নেপাল, ভারত ও ভুটান।
টুর্নামেন্টে এটি ষষ্ঠ আসর। বাংলাদেশ, ভুটান ও নেপাল এবার নিয়ে ষষ্ঠবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তবে ভারতের এটি পঞ্চম আসর। তা সত্ত্বেও তারাই সবচেয়ে সফল দল। দুইবার শিরোপা জয় করেছে তারা। বাংলাদেশ, নেপাল ও ভুটান একবার করে শিরোপা জয় করেছে।