সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ১০ জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে ঘিরে তীব্র টিকিট বিতর্কে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ফুটবল। বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সামনে অবস্থান নিয়েছে দেশের অন্যতম বৃহৎ সমর্থক সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’।
আল্ট্রাস দাবি করেছে, তারা প্রায় এক মাস আগে বাফুফেকে ৩ হাজার টিকিটের আবেদন জানায়। তবে তাদের মাত্র ১০০টি টিকিট বরাদ্দ করা হয়, যা সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছে সংগঠনটি। এ নিয়ে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত সংগঠনের ১৮-২০ জন সদস্য ফেডারেশন ভবনের মূল ফটকে অবস্থান নেয়। তাঁদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড—‘টিকিট চাই বাফুফে’, ‘নো আল্ট্রাস, নো ফুটবল’ ইত্যাদি।
এদিকে বাফুফে প্রথমবারের মতো পুরো টিকিট প্রক্রিয়াটি ‘টিকিফাই’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে স্থানান্তর করে। কিন্তু প্ল্যাটফর্মটি সাইবার আক্রমণের শিকার হয়, যার ফলে হাজারো সমর্থক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট কিনতে ব্যর্থ হন। এরপর খুব দ্রুত সব টিকিট ‘বিক্রি হয়ে গেছে’ দাবি ঘিরে শুরু হয় ব্যাপক প্রশ্ন।
সমর্থকদের অভিযোগ, অনলাইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সংগঠিতভাবে মাঠে উপস্থিত থাকতে চাওয়া দর্শকদের বঞ্চিত করা হয়েছে। আন্দোলনরত আল্ট্রাস জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বে না।
এ নিয়ে ফেডারেশনের অভ্যন্তরেও ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানা গেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















