ডোপ বিধি ভাঙার দায়ে বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডারকে দেওয়া চার বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাস করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন এই খবর।
নিষেধাজ্ঞা কমায় আগামী বছরের মার্চে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে তার।
গত বছরের অগাস্টে দৈবচয়ন ভিত্তিতে পগবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়ায় ওই বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। একই বছরের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয় ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল, সেটা কার্যকর ধরা হয়েছে ওই সেপ্টেম্বর থেকেই।
কোনো অন্যায় করার কথা অস্বীকার করে তখনই আপিল করার কথা জানিয়েছেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।