পন্টিং-আইয়ারের অনন্য কীর্তি

আইপিএল

অনন্য এক কীর্তি গড়েছেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দলকে ফাইনালে নিয়েছেন তিনি। যার শেষটা হলো রোববার রাতে। ২০২৫ সালের আইপিএলের কোয়ালিফায়ার টু এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পাঞ্জাব কিংস পৌঁছেছে ফাইনালে। দলের হয়ে বড় অবদান রেখেছেন শ্রেয়াস আইয়ার। ৪১ বলে ৮৭ রান করেছেন তিনি।

আইয়ারের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ২০৪ রানের টার্গেট এক ওভার হাতে রেখেই টপকে যায় পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে ২০৩ রান করেছিল। জবাবে পাঞ্জাব ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২০৭ রান।

অধিনায়কের মতো পাঞ্জাবের কোচ রিকি পন্টিংও কীর্তি গড়েছেন। তার কীর্তিও আইয়ারের মতো। তিনটি ভিন্ন দলের কোচ হিসেবে তিন ফাইনালে কোচের ভূমিকায় থাকছেন তিনি। ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন তিনি। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করেন। আর এবার পাঞ্জাব কিংসকে ফাইনালে তুললেন।

অন্যদিকে অধিনায়ক ২০২০ সালে দিল্লিকে ফাইনালে তুলেছিলেন। গত আসরে ফাইনালে খেলা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি। আর এবার ফাইনাল খেলবেন পাঞ্জাব কিংসের জার্সিতে।

Exit mobile version