ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াইটা একপেশে করে ফেলছে লিভারপুল। রবিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ওলভারহ্যাম্পটনকে হারিয়ে নিজেদের আরো উচ্চতায় নিয়ে গেছে লিভারপুল। ২-১ গোলে জয় পেয়েছে তারা।
এ জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৭। লিভারপুল ও আর্সেনালের এখনো ১৩টি করে ম্যাচ বাকি রয়েছে।
লিভারপুলের হয়ে এ ম্যাচে গোল করেন লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ। লিভারপুল দুটি গোলই করেন প্রথমার্ধে। দিয়াজ ১৫ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে নেন। মোহাম্মদ সালাহ ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন। ওলভারহ্যাম্পটন দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায়।