ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সোমবার রাতে অ্যাওয়েতে আইসল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। ২-২ গোলে ড্র হওয়া সত্ত্বেও চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে তারা। একই সঙ্গে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে হাতছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে দলটি। বাছাই পর্বে আর দুটো ম্যাচ বাকি ফ্রান্সের। দুই ম্যাচের একটিতে জয় পেলেই তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে।
ইনজুরি আক্রান্ত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এ ম্যাচে মাঠে ছিলেন না। ফলে আক্রমণভাগে দুর্বলতা প্রকটভাবে ফুটে উঠেছিল। আর সেই সুযোগটা ভালোভাবে নিয়েছে আইসল্যান্ড। প্রথমার্ধে ফ্রান্সের আধিপত্য সত্ত্বেও আগে গোলের দেখা পেয়েছে তারা। বিরতির আগে ৩৯ মিনিটে ভিক্টর পালসনের গোলে এগিয়ে যায় স্বাগতিক আইসল্যান্ড।
তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার আইসল্যান্ডের জালে বল পাঠায় ফ্রান্স। প্রথমবার ৬৩ মিনিটে ক্রিস্টোরফার এনকুনকু এবং ৬৮ মিনিটে জা ফিলিপে মাতেতা গোল করে ফ্রান্সকে ২-১ গোলে এগিয়ে নেন। এই স্বস্তিটা ফ্রান্সের খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭০ মিনিটে ক্রিস্টিয়ান হাইনসুন গোল করে সমতা ফিরিয়ে আনেন।
ফ্রান্সের কাছ থেকে পয়েন্ট পেয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই আইসল্যান্ড। তারা ৪ ম্যাচ থেকে পেয়েছে ৪ পয়েন্ট। আগের ম্যাচে ইউক্রেনের কাছে হার তাদেরকে বড় বিপদে ঠেলে দিয়েছে। এদিকে গত রাতে ইউক্রেন ২-১ গোলে আজারবাইজানকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৭।
