বিশ্বকাপ জয়ের ৭ম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানে হারলো ভারত। বিশ্বকাপজয়ী স্কোয়াডের সব সদস্যকে বাইরে রেখে শুভমান গিলের নেতৃত্বে এই ম্যাচে ভারত খেলতে নেমেছিলো।
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভার পাঁচ বলে ১০২ রানে গুটিয়ে যায় সফরকারী ভারত।
রবি বিঞ্চোই ও ওয়াশিংটন সুন্দরের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে জিম্বাবুয়ের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ফলে তাদেরকে ১১৫ রানেই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু অল্প রানের লক্ষ্য পেলেও এক বল আগেই ১০২ রানে অলআউট হয়ে যায় ভারত। দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারানো সফরকারীরা ২২ রানের মধ্যে আরও তিন উইকেট হারায়।