উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালকে থমকে দিয়েছে ডেনমার্ক। বৃহষ্পতিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় ডেনমার্ক ১-০ গোলে হারিয়েছে পর্তুগালকে। খেলার ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন রাসমাস হয়লুন্ড।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোলটি করেন হয়লুন্ড। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডেনিসে ক্লাব ফুটবলে খুব একটা সুবিধা করতে পারছেন না। তবে জাতীয় দলের হয়ে ঠিকই আলো ছড়িয়েছেন। তবে হয়লুন্ডের এ গোল ক্রিশ্চিয়ান এরিকসেনকে অস্বস্তি থেকে রক্ষা করেছে। ২৪ মিনিটে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়েছিল ডেনমার্ক। কিন্তু এরিকসেন এ সুযোগ কাজে লাগতে ব্যর্থ হন। গোল করতে পারেননি। শেষ পর্যন্ত হয়লুন্ড গোল করে দলকে জয় এনে দেন।
ম্যাচের শুরু থেকেই পর্তুগালকে চেপে ধরেছিল ডেনমার্ক। মাচের তৃতীয় মিনিটের গোলের সুযোগ পেয়েছিল তারা। সে সঙ্গে সুযোগ এসেছিল মাইক বিয়েরেথে সামনে দুর্দান্তভাবে ক্যারিয়ার শুরু করার। কিন্তু সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি।
ডেনমার্কের সামনে পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কস্তা অনেকটা চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথমার্ধে পেনাল্টি রুখে দিয়েছেন। এ অর্ধের ৩৬ মিনিটে বিয়েরেথকে তার অভিষেক গোল থেকে বঞ্চিত করেন।
আগামী রোববার ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে পর্তুগাল ও ডেনমার্ক। জয়ী দল সেমিফাইনালে জার্মানি বা ইতালির মুখোমুখি হবে।
