পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ খেলা নিয়ে যা বললেন কোচ

৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো কি তাহলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন? অনেকেই তাঁকে বিদায় জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এখনই পর্তুগালের হয়ে রোনালদোর শেষ দেখছেন না তাঁর কোচ রবার্তো মার্তিনেজ। হামবুর্গে ফ্রান্সের কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে এ ম্যাচই রোনালদোর শেষ ম্যাচ ভাবতে নিষেধ করলেন মার্তিনেজ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পর্তুগীজ কোচ বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তবে এটিই যে রোনালদোর শেষ ইউরো তা জানিয়েছেন সিআরসেভেন নিজেই। শেষ ষোলোয় স্লোভেনিয়াকে হারানোর পর রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরো খেলতে আসা রোনালদো বলেছিলেন, ‘কোনো সন্দেহ নেই অবশ্যই এটাই শেষ (ইউরো। তবে আবেগ ছুঁয়ে যাচ্ছে না। ফুটবলের সবকিছুই আমাকে প্রভাবিত করে। খেলাটির প্রতি এখনো আমার যে উৎসাহ, দর্শকের আগ্রহ, পরিবারকে পাওয়া, লোকজনের ভালোবাসা…ব্যাপারটা আসলে ফুটবল–বিশ্ব ছেড়ে যাওয়া নয়। আমার জেতার বা করার জন্য আর কীই-বা বাকি আছে?’

Exit mobile version