জাতীয় দলের হয়ে দুই বছরে প্রথম গোলের দেখা পেলেন ক্রোয়েশিয়ার জসকো গাভারডিওল। আর তাতেই লক্ষ্যভেদ ক্রোয়েশিয়ার। নেশন্স লিগে এ গ্রুপ ওয়ান থেকে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। সোমবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে জসকোর গোলে তারা পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এই ড্র তাদেরকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিয়েছে।
পর্তুগাল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। ৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে ক্রোয়েশিয়ার সংগ্রহ ৮ পয়েন্ট। গ্রুপে দ্বিতীয় হয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
পর্তুগালের হয়ে আগের ম্যাচে জোড়া গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো এদিনে মাঠে নামেননি। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় কোচ তাকে বিশ্রামে রেখেছিলেন।
আগামী মার্চে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার পয়েন্ট ছিলো এক পয়েন্ট। কেননা স্কটল্যান্ড তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল।
হোয়াও ফেলিক্সের গোলে প্রথমার্ধে পর্তুগাল এগিয়ে যায়। ভিতিনহার চমৎকার পাসের বল নিয়ন্ত্রণে নিয়ে ক্রোয়েশিয়ার জালে বল ফেলেন তিনি। কয়েক মিনিটে ব্যবধানে ক্রোয়েশিয়া সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু গাভারডিওলের হেড থেকে পাওয়া বলে আন্দ্রেজ ক্রামারিক যে শট নিয়েছিলেন তা পোস্টে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত গাভারডিওলের গোলে ক্রোয়েশিয়া সমতায় ফেরায়। ৬৫ মিনিটে পর্তুগালের পোস্টের খুব কাছে পাওয়া বলে তিনি লক্ষ্যভেদ করেন। ২০২২ সালের বিশ্বকাপের পর এটা তার প্রথম গোল। এ গোলেই ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত হয়।