টানা দুই জয়ে দাপটের সাথে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেয়া পর্তুগাল গ্রুপের শেষ ম্যাচে হেরে গেলো জর্জিয়ার কাছে। র্যাংকিংয়ে ৬৮ধাপ পিছিয়ে থাকা দলটার কাছে ২-০ গোলে হারলো সি-আর সেভেনের দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বিজয়ী দলকে এগিয়ে দেন কাভারাস্কেইয়া। ৫১তম মিনিটে ব্যবধান বাড়ান মিকাওতাদজের।
নক আউট পর্বের লড়াইয়ের আগে এই ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখার সুযোগ ছিলো পর্তুগালের সামনে। সে লক্ষ্যে আগের একাদশের আটজনকে বসিয়ে রেখে জর্জিয়ার বিপক্ষে প্রায় নতুন একাদশ মাঠে নামান কোচ। অবশ্য রোনালদোর কাধেই ছিলো নেতৃত্বের ভার। কিন্তু সি-আর সেভেনও পারেননি দলকে জয়ের ধারায় রাখতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















