শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল। কাতারে গতকাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ৪৮টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। ৪৮টি দেশ ১২টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম দিনে আটটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জাপান, আর্জেন্টিনা, পর্তুগাল, ইতালি ও তিউনিসিয়া জয় পেয়েছে।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে আফ্রিকার অঞ্চলের দাপট বেশি। এ অঞ্চলের নাইজেরিয়া সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জয় করেছে। তবে এবারের প্রতিযোগিতায় নাইজেরিয়া নাই। বাছাই পর্ব পার হতে পারেনি সর্বাধিকবার শিরোপা জয়ী দেশটি। ফলে তাদের সমান পাঁচবার শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের। এ দেশটি চারবার শিরোপা জয় করেছে।
ব্রাজিল চারবার শিরোপা জয় করলেও প্রতিবেশি দেশ আর্জেন্টিনা এখনো বয়সভিত্তিক এ টুর্নামেন্টে শিরোপার দেখা পায়নি। এমনকি একবারও তারা ফাইনালে খেলতে পারেননি। তাদের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল খেলা। তিনবার করে তারা তৃতীয় ও চতুর্থ স্থান দখর করে টুর্নামেন্ট শেষ করেছে। এবার অবশ্য দলটি শুভ সূচনা করেছে।
গতরাতে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচের দক্ষিণ আফ্রিকা ৩-১ গোলে বলিভিয়াকে, ইতালি ১-০ গোলে স্বাগতিক কাতারকে, ‘বি’ গ্রুপের খেলায় পর্তুগাল ৬-১ গোলে নিউ ক্যালেডোনিয়াকে, জাপান ২-০ গোলে মরক্কোকে হারায়।
‘ডি’ গ্রুপের খেলায় আর্জেন্টিনা ৩-২ গোলে বেলজিয়ামকে এবং তিউনিসিয়া ৬-০ গোলে ফিজিকে হারিয়েছে। এছাড়া ‘সি গ্রুপের খেলায় কোস্টারিকা আরব আমিরাতের সঙ্গে ১-১ গোলে এবং সেনেগাল ও ক্রোয়েশিয়া ০- ০ গোলে ড্র হয়েছে।
