উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ক্রিকেট দলের সাদা বলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় লাহোরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম ঘোষণা করা হয়। তার ডেপুটি হিসেবে দায়ীত্ব পালন করবেন আগা সালমান।
সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, নির্বাচক আকিব জাভেদ ও আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান উপস্থিত ছিলেন।
২ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স হ্যান্ডলে’ পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বাবর আজম জানান, এখন থেকে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হতে চান।
পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক হিসেবে দায়ীত্ব পালন করছেন শান মাসুদ। ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় সাফল্য এনে দিয়েছেন শান মাসুদ। মুলতানে প্রথম টেস্ট হারলেও একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে জয় নিয়ে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় পাকিস্তান ক্রিকেট দল।
