কোপা আমেরিকা ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালটি হয়েছে একতরফা। পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফােইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। যেখানে তারা মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।
অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে লিড নেয় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে তুলে নেয় আরও দুই গোল। এর মধ্যে কলম্বিয়ার দ্বিতীয় ও পঞ্চম গোলটি এসেছে পেনাল্টি থেকে।
কলম্বিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হামেস রদ্রিগেজ। ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপে আলো ছড়িয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো রদ্রিগেজ ইউরোপীয় ফুটবলে তাল মেলাতে পারেননি। এখন খেলছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে।
অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামটি ফনিক্স বিশ্ববিদ্যালয়ের মাঠ হিসেবেও পরিচিত। সেই মাঠে ম্যাচের ৮ম মিনিটেই জন করডোবার গোলে লিড নেয় কলম্বিয়া। ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কোপায় ২০০১ সালের চ্যাম্পিয়নরা। ৪১তম মিনিটে লুইস দিয়াজ গোল করলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।
বিরতির পর আরো দুই গোল পায় গ্রুপ ম্যাচে ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করা করা কলম্বিয়া। রিচার্ড রিওস ৭০তম মিনিটে দলের পক্ষে চতু্র্থ গোলটি করেন। ইনজুরির কারণে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়ী দলের পক্ষে ৫ম গোলটি করেন আর্জেন্টিনার রিভার প্লেটে খেলা ফরোয়ার্ড মিগুয়েল বোর্জা।
এই ম্যাচেও ফাউলের ছড়াছড়ি ছিলো। কলম্বিয়ার ১৫ ফাউলের বিপরীতে পানামা করেছে ২০টি ফাউল। পানামা দেখেছে তিন হলুদ কার্ড। যেখানে কলম্বিয়া পেয়েছে একটি হলুদ কার্ড।