অস্ট্রেলিয়ার মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ছড়ি ঘোরাচ্ছে ভারত। তৃতীয় দিন শেষেই চালকের আসনে অন্তর্তর্বর্তীকালীন অধিনায়ক জসপ্রিত বুমরাহ’র ভারতীয় দল। টেস্টের বাকি দুই দিনে জয়ের জন্য স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫২২ রান। ভারতের প্রয়োজন ৭ উইকেট।
৫৩৪ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দলীয় শূন্য রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে দলীয় ৯ ও ১২ রানের সময় আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ১২ রানে তৃতীয় উইকেট হারানোর পর আম্পায়াররা উইকেটের বেল তুলে নেন। শেষ হয় তৃতীয় দিনের খেলা। এখনও টেস্টের দুই দিনের খেলা বাকি। এই অবস্থায় টেস্টের বাকী দুই দিনে অজি ব্যাটারদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে।
প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে দেখিয়েছে ভিন্ন চিত্র। দ্বিতীয় দিনে তাদের দুই উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল অবিচ্ছিন্ন থেকে ১৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।
তৃতীয় দিনের শুরুতে মনোসংযোগ হারান রাহুল। দ্বিতীয় দিনের ৬৭ রানের সাথে ১০ রান যোগ করে আউট গন ব্যক্তিগত ৭৭ রানে। অবশ্য ৯০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করা জয়সওয়াল টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে আউট হন ১৬১ রানে।
কেএল রাহুলের পর অজি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন ভিরাট কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি তুলে নেন ভিরাট। তার সেঞ্চুরির পরই ৬ উইকেটে ৪৮৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬ রানে লিড পাওয়া ভারত সব মিলিয়ে এগিয়ে যায় ৫৩৩ রানে। ফলে জয়ের জন্য স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৫৩৪ রান।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে পড়ে প্যাট কামিন্সের দল। বুমরাহ’র করা ওভারে ইনিংসের চতুর্থ বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন নাথান ম্যাকসোয়েনি।
তৃতীয় দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া খেলেছে মোট ২৬ বল। এর মধ্যেই অধিনায়ক প্যাট কামিন্সের উইকেটসহ তিন ব্যাটারকে হারিয়েছে তারা। ইনিসের তৃতীয় ওভারে সিরাজের বলে ভিরাট কোহলির হাতে ক্যাচ দেন কামিন্স। পরের ওভারেই অর্থাৎ চতুর্থ ওভারের দ্বিতীয় বলে বুমরাহ’র ওভারেই এলবিডাব্লিউ হয়ে যান মারনাশ লাবুশেন।