ক্লাব বিশ্বকাপে চমক দেখালেও শেষ আটে থেমে গেল পালমেইরাসের পথচলা। চেলসির বিপক্ষে ২-১ গোলের হারে বিদায় নিল ব্রাজিলিয়ান ক্লাবটি। তবে আলো ছড়িয়েছেন ১৮ বছর বয়সী উইঙ্গার এস্তেভাও উইলিয়ান, যিনি আগামী মৌসুমে চেলসির জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে চেলসি শুরু থেকেই আধিপত্য বজায় রাখে। ম্যাচের ১৫তম মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। তবে প্রথমার্ধেই পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেভাও। ডান দিক থেকে বক্সে ঢুকে দুর্দান্ত কোণাকুণি শটে গোল করেন তিনি।
সেই গোল ছিল যেন চেলসির প্রতি এক আগাম বার্তা—“আমি আসছি আলো ছড়াতে!” বিবিসির তথ্য অনুযায়ী, এই ব্রাজিলিয়ান প্রতিভার দলবদলের মূল্য হতে পারে প্রায় ৫২ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭০ কোটি টাকা।
তবে ম্যাচের ভাগ্য বদলে দেন পালমেইরাস ডিফেন্ডার আগুস্তিন গায়ে। ম্যাচের ৮৩তম মিনিটে নিজের জালেই বল জড়িয়ে দেন, যা শেষ পর্যন্ত জয় এনে দেয় চেলসিকে।
এই ম্যাচে অভিষেক হয় চেলসির আরেক নতুন ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর, যিনি ব্রাইটন থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছেন। বদলি হিসেবে নেমে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি।
এই জয়ের ফলে সেমিফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে চেলসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।