চ্যাম্পিয়ন্স লিগ জয় করায় প্যারিস সেন্ত জার্মেইকে অভিনন্দন জানিয়েছেন দলটির সাবেক অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গত শনিবার রাতে প্যারিস সেন্ত জার্মেই ৫-০ গোলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে।
সাবেক ক্লাব অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে এমবাপ্পে বলেন, সেই কাঙ্খিত দিন অবশেষে এসেছে। অভিনন্দন পিএসজি।
এমবাপ্পে ক্লাব ছেড়ে যাওয়ার পরের মৌসুমে এই সাফল্যের দেখা পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দিয়ে প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। কিন্তু তার বর্তমান দল ফাইনালে তো নয়ই এমনটি সেমিফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে তার সাবেক দল জয় করেছে শিরোপা।
এবমাপ্পেকে নিয়ে প্যারিস সেন্ত জার্মেই ছয়টি লিগ শিরোপা, চারটি ফ্রেঞ্চ কাপসহ একাধিক শিরোপা জয় করেছেন। তবে ক্লাবের সবচেয়ে কাঙ্খিত শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারেননি। এই শিরোপাটির জন্য ক্লাব কর্তৃপক্ষ লিওনেল মেসি, নেইমারকেও সঙ্গী করেছিল। ২০২০ সালে তারা শিরোপা কাছাকাছি পৌঁছেও শিরোপার দেখা পায়নি। লিসবনে অনুষ্ঠিত ফাইনালে তারা হেরে গিয়েছিল। বিশাল এই তারকাদের বিদায়ের পর অপরিচিত সব খেলোয়াড়দের নিয়ে প্যারিস সেন্ত জার্মেই সবাইকে অবাক করে দিয়েছে।
