অবিশ্বাস্য। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি মেটলাইট স্টেডিয়ামে যা ঘটেছে তা অনেকেরই কাছে এখনো অবিশ্বাস্য। নিজের চোখে দেখা ঘটনা কতদিন যে তাকে বিষ্ময়াভিত করে রাখবে তাও অজানা। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পরিস্কার ফেভারিট ছিল প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু তাদের থমকে দিয়ে ক্লাব বিশ্ব কাপের শিরোপা জিতে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। পিএসজিকে নাস্তানাবুদ করে শিরোপা জয় করছে চেলসি। ৩-০ গোলে জয় চেলসির। কোল পালমার করেছেন জোড়া গোল। হোয়াও পেদ্রো করেছেন অন্য গোলটি।
এবার নিয়ে দ্বিতীয়বারের মতো চেলসি ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেছে। এর আগে তারা ২০২১ সালে এই ক্লাব শিরোপা জয় করেছিল।
চেলসি তাদের তিনটি গোলই পায় প্রথমার্ধে। পালমার ২২ ও ৩০ মিনিটে গোল করে ম্যাচ অনেকাই একপেশে করে ফেলেন। বিরতির আগেই পিএসজিকে ম্যাচ থেকে ছিটকে দেন পেদ্রো।
পালমার, গাসতো ও পেড্রোকে নিয়ে সাজানো আক্রমণভাগ পিএসজির রক্ষণভাগকে নাস্তানাবুদ করে তোলে। বিশেষ করে চেলসি বাম দিক থেকে যে আক্রমণগুলো গড়ে তুলেছিল সেগুলো সামাল দিতে হিমশিম খেতে হয় পিএসজিকে। তবে দুর্ভাগ্য পিএসজি’র। শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।
নাস্তানাবুদ হয়েছে পিএসজি। অথচ এই দলটি গ্রুপ পর্বসহ প্রতিটা পর্বে দাপট দেখিয়েছে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধে করেছিল তিন গোল। সব মিলিয়ে ১৬ গোলের বিপরীতে হজম করেছিল একটি মাত্র গোল। অথচ সেই দলটা চেলসির সামনে অসহায় হয়ে পড়েছিল।
