মুখোমুখি পিএসজি-চেলসি: ক্লাব বিশ্বকাপে প্রথম ইউরোপিয়ান ফাইনাল

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ইতিহাস গড়তে চলেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসি। এই প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান ক্লাব। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় শুরু হবে এই শিরোপা মহারণ।

ইউরোপের দুই শক্তিশালী ক্লাব হলেও পিএসজি ও চেলসির প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুদল মুখোমুখি হয়েছে ১০ বার। যেখানে পিএসজি জিতেছে ৩ বার, চেলসি ২ বার এবং ৫টি ম্যাচ হয়েছে ড্র।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে পিএসজি। ফরাসি লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে তারা। ক্লাব বিশ্বকাপে তারা ছয় ম্যাচে হজম করেছে মাত্র এক গোল, গোল করেছে ১৬টি। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিয়ামির মতো দলকে হারিয়ে ফাইনালে ওঠা মোটেও সহজ ছিল না। পুরো টুর্নামেন্ট জুড়েই উসমান ডেম্বেলে, ভিটিনিয়াহ ও আশরাফ হাকিমিরা আছেন দারুণ ফর্মে।

অন্যদিকে, চেলসির এই মৌসুমে উল্লেখযোগ্য সাফল্য কেবল উয়েফা কনফারেন্স লিগ জয়। তবে ক্লাব বিশ্বকাপে তারা দেখিয়েছে সংগ্রামী রুপ। ছয় ম্যাচে ১৪ গোল করলেও হজম করেছে পাঁচটি। পেড্রো ন্যাটো, কোল প্লামার, এনজো ফার্নান্দেজের মতো তরুণরাই দলটিকে ফাইনালে পৌঁছে দিয়েছে।

পরিসংখ্যান বলছে, দুই দলই সমানে সমান। তবে কৌশলগত দিক থেকে ভিন্ন পথে হেঁটেছে পিএসজি ও চেলসি। একদিকে পিএসজির রক্ষণ দুর্ভেদ্য, অন্যদিকে চেলসির আক্রমণ গতিশীল।

Exit mobile version