নামী সব তারকাদের সঙ্গী করা হয়েছিল। ছিলেন কিলিয়ান এমবাপ্পেও। কিন্তু কাঙ্খিত সেই শিরোপা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দেখা পায়নি প্যারিস সেন্ত জার্মেই। এমবাপ্পেও ক্লাব ছাড়ার পর অবশেষে সেই শিরোপার দেখা পেয়েছে পিএসজি। সাবেক ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন এমবাপ্পে।
শনিবার এক সাক্ষাতকারে এমবাপ্পে বলেন, পিএসজি এটা জয়ের ক্ষমতা রাখে। তাদের সাফল্যে আমি খুশি। তাদেরকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেখানে থাকা অবস্থায় আমিও অনেক সমস্যার মোকবেলা করেছি। তারা এখন ইউরোপের সেরা দল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোনো দল ৫-০ গোলে জয় পেয়েছে কিনা তা আমি মনে করতে পারছি না। তারা যোগ্য দল হিসেবে শিরোপা জয় করেছে। তারা এখন এমন এক দলে পরিণত হয়েছে যাদেরকে সবাই হারাতে চায়।’
এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। কিন্তু এ দলটির হয়ে কোনো বড় ধরণের ট্রফি জিততে পারেননি। লা লিগায় দ্বিতীয়, কোপা দেল রেতে বার্সেলোনার কাছে হেরে রানার্স আপ, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের।
এমবাপ্পে বলেন, পিএসজি আমাকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। এর জন্য আমি মোটেও হতাশ নই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















