লা লিগার নতুন দল রিয়াল ওভিয়েদো বৃহষ্পতিবার রাতে কিছুটা হলেও বার্সেলোনার সমর্থকদের হৃদসম্পন্দন থমকে দিয়েছিল। নিজেদের মাঠের খেলায় বার্সেলোনার কাছে হেরেছে তারা, তবে ম্যাচের শুরুতে ঠিকই চমকে দিয়েছিল তারা সফরকারী দলকে। পিছিয়ে পড়েও তাদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এরিক গার্সিয়া, রবার্ট লেফানদোভস্কি ও রোনাল্ড আরাউ গোল করেছেন।
ছয় ম্যাচে বার্সেলোনার এটা পঞ্চম জয়। ১৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ শীর্ষে, তাদের পয়েন্ট ৬ ম্যাচে ১৮। এবারের লা লিগায় শতভাগ ম্যাচে জয়ী একমাত্র দল তারা।
এ ম্যাচে আবার শুরুর একাদশে ফিরেছেন মার্ক রাশফোর্ড। আগের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। দলীয় বৈঠকের নির্ধারিত সময়ের দুই মিনিটে পরে যোগ দেওয়ায় কোচ হ্যান্সি ফ্লিক তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন।
ম্যাচে ৩৩ মিনিটে আলবার্টো রেইনা স্বাগতিক দল রিয়াল ওভিয়েদো এগিয়ে নিয়েছিলেন। তার এই গোল বার্সেলোনা প্রথমার্ধে পরিশোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে গার্সিয়া গোল পরিশোধ করেন। তবে স্বস্তির হাসি হাসতে বার্সেলোনার সমর্থকদের ৭০ মিনিটে পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সময় লেফানদোভস্কি গোল করে দলকে এগিয়ে নেন। ৮৮ মিনিটে রোনাল্ড আরাউ করেন তৃতীয় গোল।
