পিছিয়ে পড়া ম্যাচে ভুটানকে হারালো সাবিনারা

২৪ জুলাই প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়ে ২-০ গোলে। শেষ পর্যন্ত ম্যাচটায় ৪-২ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে।

আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠেয় সাফ নারী চ্যাম্পিয়নেশিপের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেললো সাবিনা খাতুনের দল।

নতুন কোচ পিটার বাটলার নিশ্চয়ই সাবিনা খাতুনদের পারফরমেন্স কাঁটাছেঁড়া করবেন। কেননা জয় পেলেও দুই ম্যাচেই আগে গোল পেয়েছে ভুটান। এবার দুই ম্যাচের সিরিজ খেলা বাংলাদেশ আগের চার সাক্ষাতে ভুটানের জালে ২০ গোল দিয়েছে। একবারও ভুটান আগে গোল করতে পারেনি।

২০২২ সালের নারী সাফের শিরোপা জিতে ইতিহাস তৈরি করা সাবিনা খাতুনের দল সেমিফাইনালে নিজেদের জাল অক্ষত রেখে ভুটানের জালে আটবার বল পাঠিয়েছিলো। কিন্তু সেই দলটাই এখন বাংলাদেশকে গোল দিতে শিখে গেছে। এমনকি পরাজয়ের ব্যবধানও কমিয়ে এনেছে।

ম্যাচের ১৪ ও ২২ মিনিটে গোল করে ভুটানকে এগিয়ে দেন ডেকি। পরে ৩৫ মিনিটে অধিনায়ক সাবিনা ও ৪০তম মিনিটে সাগরিকার গোলে সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল।

দ্বিতীয়ার্ধের ৬২ও ৮৬তম মিনিটে জোড়া গোল করেন বদলি হিসেবে খেলতে নামা ঋতুপর্না চাকমা।

Exit mobile version