পিছিয়ে পড়ে আর্সেনালের নাটকীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। গতকাল রবিবার রাতে তারা নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে শীর্ষে থাকা লিভারপুলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে।

আর্সেনালের এ জয় ছিল যথেষ্ঠ নাটকীয়তায় পূর্ণ। ম্যাচে পয়েন্ট হারানো অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের। এক পর্যায়ে ৮৪ মিনিটে পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল। আর ৯৫ মিনিট পর্যন্ত উভয় দলের গোলসংখ্যা ছিল ১-১। ৯৬ মিনিটে গ্যাব্রিয়েল মাগালহায়েস গোল করে আর্সেনালকে নাটকীয় জয় এনে দেন।

এর আগে নিক ওলটেমাদের করা গোলে নিউক্যাসল এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধে আর্সেনাল এ গোল পরিশোধ করতে পারেনি। শুধু তাই নয়, সমর্থকরা একটা হারের শঙ্কা করছিল। ঠিক তখনই দলকে লড়াইয়ে ফেরান মাইকেল মেরিনো। আর শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে স্বাগতিক দর্শকদের স্তদ্ধ করে দেন মাগালহায়েস।

ছয় ম্যাচে আর্সেনালের এটা চতুর্থ জয়। ১৩ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। লিলভারপুল ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। গত ম্যাচে লিভারপুল হেরে যাওয়ায় লিগে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

Exit mobile version