পেনাল্টি পায়নি আর নাসর। ফলে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো, জয়ও পাওয়া হয়নি আল নাসরের। রোনালদো গোল না পাওয়া সৌদি প্রো লিগের এ ম্যাচে আল নাসর ৩-২ গোলে আল ইত্তিফাকের কাছে হেরে গেছে। ম্যাচের সবগুলো গোল দ্বিতীয়ার্ধে হয়েছে।
আল ইত্তিফাকের নাটকীয় এক জয় বলা যায় এটি। ম্যাচে ইত্তিফাকের জয় নয়, বরং বলা যায় তাদের হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্যভাবে বলা যায়, আল নাসর নিশ্চিত জয় হাতছাড়া করেছে। দুইবার এগিয়ে থাকার পরও তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। আল ফাতিল ও ইয়াইয়ার করা গোলের সুবাদে আল নাসর দুইবার খেলায় এগিয়ে যায়।
ইয়াইয়া ৪৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। উইনালদাম ৫৫ মিনিটে গোল করে আল ইত্তিফাককে ম্যাচে ফিরিয়ে আনেন। আল ফাতিল ৬৫ মিনিটে গোল করে আল নাসরকে আবার এগিয়ে নেন। লম্বা সময় পর ৮২ মিনিটে আত্মঘাতি গোলে আল ইত্তিফাক সমতায় ফেরে। তবে জয়সূচক গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৮৯ মিনিটে আল ইত্তিফাক পায় জয়সূচক গোল। উইনালদাম করেন গোলটি।
এ জয়ের সুবাদে আল ইত্তিফাকের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে আল নাসর ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। ২০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫২। আল নাসর খেলেছে ২১ ম্যাচ।