পেরুকে হারালেই সেমিতে আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকায় জয়ের ধারা ধরে রেখেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় জয় পেয়েছে দলটি। এ জয়ের ফলে ‘এ’ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির দেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে তারা চিলিকে ২-১ গোলে হারিয়েছে।

উরুগুয়েকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল আর্জেন্টিনা। তারপর হারালো চিলিকে। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। স্বাগতিক ইকুয়েডর ৪ পয়েন্ট গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা উরুগুয়েরও পয়েন্ট ৪।

আর্জেন্টিনা আজ তৃতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে। এ ম্যাচে জয় পেলে তাদের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে। পেরু এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তিন ম্যাচ থেকে তারা কোনো পয়েন্ট পায়নি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। ফলে এ ম্যাচে আর্জেন্টিনার জয় পাওয়ার সম্ভাবনা বেশি। আর জিতলেই প্রথম দল হিসেবে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে।

দক্ষিণ আমেরিকার দশ দল দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ‘বি’ গ্রুপে খেলছে। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে নেতৃত্ব দিচ্ছে।

Exit mobile version