টানা জয়ে ইতিমধ্যেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে দলের প্রধান তারকার ইনজুরিতে দুশ্চিন্তায় বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি।
চোটের কারণে সর্বশেষ অনুশীলনেও দেখা যায়নি লিওনেল মেসিকে। সবশেষ ম্যাচে চোট আক্রান্ত হয়েছেন দলের সেরা তারকা। লিওনেল মেসি নতুন করে আবারও সেই মাংসপেশির চোটে ভুগছেন। সেই সাথে আকুনার অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যেতে পারে নিকোলাস তালিয়াফিকোকে।
এর আগে গত পরশু চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ডান পায়ের ঊরুতে চোট পান মেসি। ম্যাচের ২৪ মিনিটের সময় ফিজিওরা প্রাথমিক চিকিৎসা দেন তাকে। খেলা চলাকালীন সময়েও কয়েকবার ঊরুর পেশিতে মালিশ করতে দেখা যায় মেসিকে।
অবশ্য শুরু থেকেই কিছুটা অস্বস্তিতে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেই অস্বস্তি বাড়িয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ঊরুতে চোট পান তিনি। সেই ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।