দলের প্রধান তারকা লিওনেল মেসি ও ফুলব্যাক মার্কোস আকুনার চোটের মধ্যেই নতুন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা। এবার নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ফলে পেরুর বিপক্ষে আসন্ন ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে থাকতে পারছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ।
কোপার প্রথম দুই ম্যাচেই বিরতির পর দেড়ি করে মাঠে ঢুকেছিল আর্জেন্টিনা দল। তাই একাধিকবার এমন ঘটনায় কোচকে শাস্তি পেতে হচ্ছে।
‘এ’ গ্রুপের শীর্ষে থাকতে তাদের আর এক পয়েন্ট প্রয়োজন। গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হওয়া দল কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হবে, সেই দলটি হতে পারে ইকুয়েডর কিংবা মেক্সিকো। পরবর্তী ম্যাচে আগামী রোববার সকালে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।