এমন ঘটনার শিকার হতে হবে তা হয়তো কল্পনাতেও আনতে পারেনি আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের অ্যাওয়ে লড়াইয়ে নিশ্চিত পয়েন্ট পাওয়ার পথে ছিল দলটি। কিন্তু হঠাৎ এক দমকা ঝড়ে তাদেরকে স্তদ্ধ করে দেয় এফসি পোর্তো। ৯৪ মিনিটে গোল হজম করে শূন্য হাতে ফিরেছে দলটি। ১-০ গোলে পাওয়া জয়ে পোর্তোর হয়ে গোলটি করেছেন গালেনো।
অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল। তবে ভাগ্যের ছোঁয়া পায়নি। যে দলটা প্রিমিয়ার লিগের গোলের বন্যা বইয়ে দিয়ে চলেছে তারা এ ম্যাচে পোস্ট খুঁজে পায়নি। প্রিমিয়ার লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে ২১ গোল করা দলটি আক্রমণের পর আক্রমণ চালালেও আসল কাজটি করতে পারেনি। প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে কোনো শটই তারা নিতে পারেনি।
২০১১ সালে মার্চের পর এই প্রথম আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচের প্রতিপক্ষের জালে কোনো শট নিতে ব্যর্থ হলো। অথচ ২০১০ সালের পর এই প্রথমবার আর্সেনালের সামনে কোয়ার্টার ফাইনাল খেলা সুযোগ। গত সাত আসরে চ্যাম্পিয়ন্স লিগের তাদের মিশন শেষ ষোলোতে শেষ হয়েছে। এবার ফিরতি লেগের ম্যাচ নিজেদের মাঠে খেলায় সামনে এগিয়ে যাওয়ার কিছুটা সম্ভাবনা এখনো টিকে রয়েছে।
তাছাড়া প্রতিপক্ষ পোর্তো একটা স্বপ্নও তারা দেখতে পারে। আর্সেনালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পোর্তোর অতীত অবস্থা বেশ নাজুক। ১১ সফরে একবারো আর্সেনালের জালে তারা বল ফেলতে পারেনি। তাই বলে হতাশ নয় পোর্তো। পর্তুগীজ লিগে ৩০ বারের চ্যাম্পিয়ন পোর্তো স্বপ্ন চোখে আগামী ১২ মার্চ অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে।