শুরুতে গোল হজম করলেও দুই অর্ধে করা দুই গোলের সুবাদে ইউরো ২০২৪ এর আসরে পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের ১৬ মিনিটে অ্যাডাম বুসকার গোলে লিড নিয়েছিলো লেভানডোভস্কির দল। নেদারল্যান্ডসের হয়ে ম্যাচের ২৯ ও ৮৩ মিনিটে গোল দু’টি করেন কডি গাকপো ও ভাউট ভেঘোর্স্ট।
শনিবার দিনের প্রথম ম্যাচে ‘ডি-গ্রুপে’ ভক্সপার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো পোল্যান্ড ও নেদারল্যান্ডস। এই গ্রুপের অন্য দুই দল ফ্রান্স ও অস্ট্রিয়া। ফলে গ্রুপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পোল্যান্ডকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার প্রাথমিক কাজটি সেরে রাখলো টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডস।
পোল্যান্ড ও নেদারল্যান্ডস ম্যাচের আলোচিত চরিত্র বদলি হিসেবে মাঠে নামা জয়সূচক গোলদাতা ভাউট ভেঘোর্স্ট। ৮১ মিনিটে মাঠে নেমেই ৮৩ মিনিটে গোল করেন তিনি। একই সাথে দলকে এনে দিলেন মূল্যবান তিন পয়েন্ট।
ভাউট ভেঘোর্স্টেরর কথা নিশ্চয়ই মনে আছে! ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির হয়ে খেলা এই স্ট্রাইকার।
এই ম্যাচে পোল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেননি অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা লেভানডোভস্কি। তার অভাব হাড়েহাড়ে টের পেয়েছে পোল্যান্ড।
ফিফা র্যাংকিংয়ে নেদারল্যান্ডসের (৭) চেয়ে অনেক পিছিয়ে থাকা পোল্যান্ড (২৮) তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়া খেলতে গিয়ে ডাচদের বিপক্ষে সেভাবে আর পেরে ওঠেনি। ম্যাচের স্কোরশিটে সে প্রভাব নিয়েই ম্যাচটি শেষ হয়েছে।
