এক ম্যাচ পর ফিরলেন নাক ফেটে যাওয়া কিলিয়ান এমবাপ্পে। গোলও করলেন ফরাসি অধিনায়ক, কিন্তু দলকে জেতাতে পারলেন না। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও নেদারল্যান্ডসের সাথে গোলশূন্য ড্রয়ের পর তৃতীয় ম্যাচেও পোল্যান্ডের সাথে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি। তাতে অবশ্য ডি-গ্রুপের রানার্স আপ হিসেবে ফ্রান্সের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে। এখন রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে প্রতিপক্ষের অপেক্ষায় দিদিয়ের দেশমের দল। যেখানে তারা মুখোমুখি হবে ই-গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে।
বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ডের হোমগ্রাউন্ড সিগনাল ইদুনা পার্কে ফ্রান্স ও পোল্যান্ডের পক্ষে যে দুটি গোল হয়েছে তা এসেছে পেনাল্টি থেকে। দু’ দলের প্রধানতম তারকাই গোল করেন। ৫৬তম মিনিটে এমবাপ্পের গোলের পর ৭৯তম মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলেই বিশ্বকে নিজের নাম চিনিয়েছেন পোলিশ তারকা লেভানডোভস্কি। এখন খেলছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। কিন্তু দেশকে বড় কোন সাফল্য এনে দিতে পারলেন না।
এবারের ইউরোতে ছয় গ্রুপে ভাগ হয়ে খেলছে ২৪টি দেশ। দ্বিতীয় রাউন্ড বা রাউন্ড অফ সিক্সটিনে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ছাড়াও ছয় গ্রুপে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা প্রথম চার দলও পরের রাউন্ডে খেলবে। কিন্তু নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার কাছে টানা দুই হারে তাদের বিদায়ঘন্টা বেজে গিয়েছিলো। ফ্রান্সের বিপক্ষে ড্রয়ের পর এবারের ইউরো থেকে তাদর শূন্য হাতেই ফিরতে হচ্ছে।
এদিকে, ফ্রান্সও আছে গোলখড়ায়। বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তায় দিদিয়ের দেশম। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তাদের গোলটি ছিলো আত্নঘাতি। ফলে একমাত্র কিলিয়ান এমবাপ্পের করা একমাত্র গোল নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে যাচ্ছে বিশ্বকাপের রানার্স আপরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















