দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে বড় জয় পেয়েছে উরুগুয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা প্যারাগুয়েকে ৬-০ গোলে হারিয়েছে। একই দিনে অন্য এক ম্যাচে চিলি ৩-২ গোলে হারিয়েছে পেরুকে।
গ্রুপ পর্বে উরুগুয়ে ও চিলির দ্বিতীয় ম্যাচে এটা দ্বিতীয় জয়। ফলে পূর্ণ ৬ পয়েন্ট জমা হয়েছে তাদের ভান্ডারে। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপে নেতৃত্ব দিচ্ছে উরুগুয়ে।
প্যারাগুয়ের বিপক্ষে উরুগুয়ে উভয়ার্ধে তিনটি করে গোল করে। জোড়া গোল করেছেন পেতিত। এছাড়া সেভেরো, মাচাদো, ক্রুসি ও বার্বাস একটি করে গোল করেন। এ ম্যাচের জোড়া গোল নিয়ে দুই ম্যাচে চার গোলে পেতিত সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। তিন গোল নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনার এচেভেরি।
অন্য ম্যাচে রোসেলের জোড়া গোলে পেরুকে ৩-২ গোলে হারায় চিলি। জয়ী দলের হয়ে অন্য গোলটি করেন ভাসকুয়েজ। পেরুর হয়ে ব্যবধান কমান সোয়ের ও গয়কোচিয়ে।
আগামীকাল উরুগুয়ে পেরুর বিপক্ষে এবং প্যারাগুয়ে স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে। আজ ‘বি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা বলিভিয়াকে এবং কলাম্বিয়া ইকুয়েডরকে মোকাবেলা করবে। ‘এ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। তাদের অনুসরণ করছে ইকুয়েডর ও ব্রাজিল। উভয় দলের পয়েন্ট ৩।