প্রতিপক্ষ খেলোয়াড়ের বুটের আঘাতে ভয়াবহ ইনজুরির শিকার হয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ের গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। গতকাল বুধবার মোনাকোর বিপক্ষে ম্যাচের সময় উইলফ্রায়েড সিনগোর বুটের আঘাতে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে।
ম্যাচের ১৭ মিনিটের সময় সিনগোর শট রুখে দিয়েছিলেন ডোনারুমা। এ সময় সিনগো মাটিতে থাকা ডোনারুমাকে লাফিয়ে টপকে যেতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই সিনগোর বুট ডোনারুমার মুখমণ্ডলে আঘাত করে। ছবিতে দেখা যায় সিনগোর বুটের আঘাতে ডোনারুমার ডান চোখের নিচে কেটে গেছে। সঙ্গে সঙ্গে ডোনারুমা মাঠ ছেড়ে যান। চিকিৎসায় অনেকটা সুস্থতা ফিরে পেলেও মাঠে ফেরেননি।
এ ঘটনায় অবশ্য সিনগোকে কোনো কার্ড দেখাননি রেফারি। অন্য ঘটনায় সিনগোকে আগেই এক হলুদ কার্ড দিয়ে সতর্ক করেছিলেন রেফারি।
ডোনারুমাকে হারালেও প্যারিস সেন্ত জার্মেই ৪-২ গোলে জয় পেয়েছে। ওসমানে দেম্বেলে জোড়া গোল করেন। এ জয়ের ফলে প্যারিস সেন্ত জার্মেই পয়েন্ট টেবিলে নিজেদেরকে ধরা ছোয়ার বাইরে নিয়ে গেছে। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৩০। মোনাকো ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।