পুরো ম্যাচজুড়ে একের পর এক সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি পর্তুগীজ ফুটবলাররা। এদিন হয়তো ভাগ্যটাই সাথে ছিলো না ২০১৬ ইউরো বিজয়ীদের। আর স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান অবলাক যখন ম্যাচের অতিরিক্ত সময়ে পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে দেন তখন মনে হচ্ছিলো ম্যাচটাই হাত থেকে ছিটকে গেছে পর্তুগালের।
তাইতো পেনাল্টি মিসের ঘটনায় একেবারে ভেঙে পড়েন রোনালদো। ম্যাচশেষে রোনালদো গণমাধ্যমকে জানিয়েছেন এটিই তাঁর শেষ ইউরো। পেনাল্টি মিসে তিনি হয়তো ভেবেছিলেন এভাবেই নিজের শেষ ইউরো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে তাঁকে। এই কারণেই কিনা একেবারে শিশুর মতো কাঁদছিলেন তিনি।
সেই সময়টায় তাঁর কান্না থামাতে পারেননি সতীর্থরাও। শেষ পর্যন্ত যখন টাইব্রেকারে পর্তুগাল জিতে যায়, তখন অবশ্য হাসি ফোটে রোনালদোর মুখে। ম্যাচশেষে নিজের দুই অনুভুতির কান্নার ব্যাপারটা গণমাধ্যমে প্রকাশ করেছেন সিআরসেভেন।
রোনালদো বলেন, ‘মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী মানুষেরও খারাপ দিন আসে। দল যখন আমার কাছ থেকে কিছু চাচ্ছে, তখন আমি পতনের তলানিতে। প্রথমে কষ্টের কান্না, এরপর আনন্দের। একই ম্যাচে আমার দুই অনুভূতি হলো, আনন্দ ও দুঃখ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দটা উপভোগ করা। সতীর্থরা দুর্দান্ত খেলেছে। আমরা ম্যাচের শেষ পর্যন্ত লড়েছি। জয়টা আমাদের প্রাপ্য ছিল। কারণ, আমরা পুরো ম্যাচেই ভালো খেলেছি।’