সিটিকে হারিয়ে ক্লাব ইতিহাসে ক্রিস্টাল প্যালেসের ১ম শিরোপা

এফএ কাপ

চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ হাতছাড়া হওয়ার পর ম্যানসিটির সামনে ছিল এফএ কাপ জয়ের সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেনি আর্লিং হালান্ডরা। ফলে ট্রফি ছাড়া মৌসুম পার করতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। গতরাত এফএ কাপের ফাইনালে তারা ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা হারিয়েছে। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ১-০ গোলে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস। ইবেরেচি ইজে একমাত্রা গোলটি করেন। এ জয়ের মাঝ দিয়ে ক্লাব ইতিহাসে ক্রিস্টাল প্যালেস প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পেল।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ডিন হেন্ডারসন এ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। একের পর এক ম্যানসিটির আক্রমণ রুখ দেন তিনি।

তবে দুর্ভাগ্য ম্যানসিটির। সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা। পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারেনি। তবে মাঠে ম্যানসিটির ছিল একচ্ছত্র আধিপত্য। খেলার গতির বিপক্ষে ইজে গোল পেয়ে যান।

ম্যানচেস্টার সিটিকে ২০১৬-১৭ মৌসুমের পর এবারই প্রথম কোনো ঘরোয়া ট্রফি ছাড়া থাকতে হচ্ছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে হারলো ম্যানসিটি। এবারের এই ব্যর্থতার পর ইংলিশ ফুটবলে ম্যানসিটির যে আধিপত্য ছিল তা অনেকটাই ম্লান হয়ে গেল।

Exit mobile version