প্রথম দিনেই পতন ১৪ উইকেটের

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের প্রথম দিনে বল হাতে ঝড় তুলেছিলেন কাগিসো রাবাদা। তার ঝড়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। মাত্র ২১২ রানে অল আউট। তবে সেই ঝড়ে তার দলের ব্যাটাররাও নাজুক অবস্থায় পড়বেন তা হয়তো ভাবেননি। রাবাদার সতীর্থদের চমকে দিয়ে অস্ট্রেলিয়াও একের পর এক উইকেট তুলেছে। প্রথম দিনে মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। দিন শেষে ১৬৯ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। হাতে রয়েছে ৬ উইকেট। ক্রিজে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহাম। তারা যথাক্রমে ৩ ও ৮ রানে অপরাজিত।

দিনের শুরুতে প্রোটিয়া অধিনায়ক বাভুমা টস জয়ের পর সতীর্থদের হাতে বল তুলে দিয়েছিলেন। রাবাদার নেতৃত্বে বোলিং ডিপার্টমেন্ট তার আস্থার দারুণ জবাব দেন। একের পর এক উইকেট তুলে নেন। এক পর্যায়ে ৬৭ রানে ৪ উইকেট হারিয়েছিল অজিরা। এর পরেই স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টের প্রতিরোধ গড়ে তোলেন। তার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে হতাশা বাড়তে থাকে প্রোটিয়া বোলারদের মধ্যে। শুরুর সেই উচ্ছ্বাস ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। দক্ষিণ আফ্রিকার বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে পঞ্চম উইকেটে তারা ৭৯ রান যোগ করেন। ৬৬ রান করেন স্মিথ। আর ওয়েবস্টারের সংগ্রহ ছিল ৭২ রান।

পঞ্চম উইকেট জুটি বিচ্ছিন্ন হওয়ার পর আবার বোলারদের আধিপত্য শুরু হয়। এবার ৬৬ রানে অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেটের পতন হয়।

কাগিসো রাবাদা শিকার করেন ৫ উইকেট। তার ওপেনিং পার্টনার মার্কো ইয়ানসেন নেন ৩ উইকেট।

জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুতেই হোঁচট খায়। বিনা রানে ফিরে যান ওপেনার এইডেন মার্করাম। অজি বোলারদের দাপটে রায়ান রিকেলটন ছাড়া অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি। মাইকেল স্টার্ক দুই উইকেট পেয়েছেন। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স একটা করে উইকেট পান।

Exit mobile version