প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইনস্টাগ্রামে মিলিয়ন অনুসারী হামজার

বাংলাদেশ ফুটবলের এক নতুন দিগন্তের নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই মিডফিল্ডার লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর আগমুহূর্ত থেকেই দেশে সৃষ্টি করেছিলেন এক ভিন্ন উন্মাদনা। আন্তর্জাতিক অভিষেকের পর সেই উত্তেজনা আরও বেড়ে যায়। মাঠে তার দাপুটে পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি সামাজিক মাধ্যমেও তার জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে।

ফেসবুকে ১ মিলিয়ন অনুসারী পাওয়ার পর এবার ইনস্টাগ্রামেও নতুন ইতিহাস গড়লেন হামজা। দেশের প্রথম ফুটবলার হিসেবে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। এ মাইলফলক ছোঁয়ার খবরটি তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে। এক পোস্টে লিখেছেন, “ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।”

এর আগে বাংলাদেশের হয়ে খেলার এক মাস পূর্ণ হওয়ার আগেই ফেসবুকে ১০ লাখ ভক্তের ভালোবাসা পেয়েছিলেন তিনি। সেই সময়ও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই ইংলিশ লিগের ফুটবলার।

হামজার মাঠের শুরুটা ছিল স্মরণীয়। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অভিষেক ম্যাচেই নিয়ন্ত্রণ আর দাপট দেখান তিনি। এরপর ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকেই গোল করে দর্শকদের বাহবা কুড়ান। তার নৈপুণ্যে বাংলাদেশ সেদিন ২-০ গোলে জিতেছিল।

পরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দেখা যায় ব্যাপক উন্মাদনা। কানায় কানায় পূর্ণ গ্যালারি সাক্ষী ছিল প্রবাসী তারকাদের প্রতি সমর্থকদের আবেগের। যদিও সেদিন বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে।

তারপরও হামজা চৌধুরী ও অন্যান্য প্রবাসী ফুটবলারদের আগমন বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণসঞ্চার করেছে। মাঠের খেলা থেকে সামাজিক মাধ্যম; সব জায়গাতেই যেন উজ্জ্বল হয়ে উঠছেন এই তারকা।

Exit mobile version