ক্লাব বিশ্ব কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ফ্লোরিডার মায়ামিতে অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে আজ রাত বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠেয় ম্যাচে গ্যালাকটিকোদের প্রতিপক্ষ সৌদি আরবের ক্লাব আল হিলাল। ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাবে না। জ্বরে ভুগছেন এই ফ্রেঞ্চ তারকা। এ কারণে গতকাল মঙ্গলবার তিনি দলের অনুশীলনে অংশ নেননি।
তবে রিয়াল মাদ্রিদের কোচ জাবি অ্যালোনসো আশা ছাড়ছেন না। এমবাপ্পে একাদশে রাখতে তিনি শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার রিয়াল মাদ্রিদ পাম বিচ গার্ডেনসে অনুশীলন করে। এমবাপ্পেও ছিলেন সেখানে। তবে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি। একা অনুশীলন করেন। এমবাপ্পের অবস্থা সম্পর্কে কোচ অ্যালোনসো বলেন, এমবাপ্পে সকাল থেকে বেশ ভালো বোধ করছে। তবে ম্যাচ খেলার জন্য যথেষ্ঠ নয়। তার শরীরে উচ্চ তাপমাত্রা রয়েছে। আগামীকাল পর্যন্ত আমরা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। তারপর সে সিদ্ধান্ত নেব।
এমবাপ্পে শেষ হওয়া মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলা উপহার দিয়েছেন। সব ধরণের প্রতিযোগিতা মিলে তার গোলের সংখ্যা ৪৩।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















