প্রথম লেগের জয়ে এগিয়ে ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

গোলদাতা লাউতারো মার্টিনেজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ইন্টার মিলান দারুণ এক জয় পেয়েছে। ফেয়েনুর্ডকে তারা ২-০ গোলে হারিয়েছে। মার্কাস থুরাম ও লাউতারো মার্টিনেজ গোল দুটি করেন।

আগামী মঙ্গলবার নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে ইন্টার মিলান। এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখ ও বায়ের লেভারকুসেনের মধ্যকার জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে তারা।

নিজেদের মাঠের খেলায় লেভারকুসেন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। কিন্তু খেলার ধারার বিপরীতে ৩৮ মিনিটে মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। আর বিরতির পর লাউতারো মার্টিনেজ দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল লাউতারো মার্টিনেজের ১৮তম গোল। এই গোলের মাঝ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হয়ে সর্বোচ্চ বেশি গোল করার কীর্তি গড়েছেন।

এই হারের মাঝ দিয়ে ফেয়েনুর্ডের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। ১৯৭১-৭২ মৌসুমের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু তা ভেস্তে যেতে বসেছে।

Exit mobile version