২০০৭ সালে দেশে পেশাদার ফুটবল শুরুর পর একবারও শিরোপা জেতা হয়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। এবার তিন ম্যাচ হাতে রেখেই শিরোপার উত্তাপ পেতে শুরু করেছে সাদা-কালো জার্সি ধারীরা। লিগের ১৫তম রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের ছেলেরা।
এই জয়ে ১৫ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা আবাহনী লিমিটেড (ঢাকা) এর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেছে মোহামেডান। শনিবার ফর্টিস এফসি’র বিপক্ষে আবাহনী জয় পেলেও মোহামেডানের সাথে তাদের পয়েন্ট ব্যবধান থাকবে ৭। মোহামেডানের পরের তিন ম্যাচের প্রতিপক্ষ রহমতগঞ্জ, ব্রাদার্স ও ফকিরেরপুল। ফলে মোহামেডানের শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র।
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে উভয়ার্ধে দুটি করে গোল আদায় করে নেয় মতিঝিল ক্লাব পাড়ার দলটি। মোহামেডানের পক্ষে জোড়া গোল করেন নাইজেরীয় ফুটবলার ইমানুয়েল সানডে। একটি করে গোল করেন অধিনায়ক সুলেমা দিয়াবাতে ও মুজাফফরভ। ম্যাচের ৬০ মিনিটে চার গোলের লিড পাওয়া মোহামেডানকে ৭৪তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেন চট্টগ্রাম আবাহনীর রেদওয়ান হোসেন সুমন।
মোহামেডানের বিপক্ষে এই হারের পর ১৫ ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে চট্টগ্রাম আবাহনীকে। লিগে একটি মাত্র জয় তাদের। হেরেছে ১৪ ম্যাচে।