বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচিত মুখ এসএম আসিফুজ্জামান আবারও দায়িত্ব নিলেন বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের। কিংসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ কোচ এবার প্রধান কোচ হিসেবে যোগ দিলেন পুরোনো ঠিকানায়।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসিফুজ্জামানের হাতে কোচের চুক্তিপত্র তুলে দেন।
আসিফুজ্জামান এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জায়ান্ট বসুন্ধরা কিংস এবং জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। তবে ২০১৮-১৯ মৌসুমে পুলিশের কোচ হিসেবেই তার নেতৃত্বে ক্লাবটি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রিমিয়ার লিগে উঠে আসে।
এএফসি প্রো-লাইসেন্সধারী এই কোচের পেশাদার অভিজ্ঞতা এবং দেশের বিভিন্ন ক্লাবে কোচিং ক্যারিয়ার তাকে একটি বিশ্বস্ত প্রশিক্ষকের জায়গায় পৌঁছে দিয়েছে।
ডিএমপি কমিশনার ও ক্লাব সভাপতি শেখ মো. সাজ্জাত আলী আশা প্রকাশ করে বলেন, “নতুন কোচের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।”
পুলিশ ক্লাবও আশা করছে, অভিজ্ঞ ও দক্ষ এই কোচের অধীনে দল মাঠে আরও গোছানো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দিতে পারবে। আসন্ন মৌসুমে ক্লাবের লক্ষ্য আরও বড়—আর সেই লক্ষ্য বাস্তবায়নে এবার দায়িত্ব পড়েছে এসএম আসিফুজ্জামানের কাঁধে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















