প্রাইজমানি বাড়ছে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। আগের তুলনায় দ্বিগুনেরও বেশি হতে যাচ্ছে প্রাইজমানির পরিমান। সোমবার উয়েফা এ তথ্য জানিয়েছে। নতুন তথ্য অনুসারে ১৬ দলের এ টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণ ৪৩ মিলিয়ন ডলার।
আগামী বছর সুইজারল্যান্ডের নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসবে। অংশগ্রহণকারী প্রতি দেশই কমপক্ষে ১.৮ মিলিয়ন ইউরো পাবে। শিরোপা জয়ী দলের প্রাইজমানির পরিমাণ দাঁড়াবে ৫.১ মিলিয়ন ইউরো।
দ্বিগুণেরও বেশি প্রাইজমানি বৃদ্ধির পরও পুরুষদের তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে নারীদের প্রাইজমানির পরিমাণ। ২০২৪ সালে পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপে প্রাইজমানির পরিমাণ ছিল ৩৩১ মিলিয়ন ইউরো। অংশগ্রহণকারী প্রতিটি দলই কমপক্ষে ৯.২৫ মিলিয়ন ইউরো পেয়েছে। চ্যাম্পিয়ন স্পেন পেয়েছিল ২৮.২৫ মিলিয়ন ইউরো।