এগিয়ে যাওয়ার লড়াই ছিল চেলসি ও আর্সেনালের। কিন্তু রবিবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি। ১-১ গোলে ড্র হয়েছে। ফলে দুই দল তাদের নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। ১১ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ১৯, আর্সেনালের অবস্থাও একই। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় চেলসি রয়েছে তৃতীয় স্থানে আর আর্সেনাল চতুর্থ। ২৮ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। ২৩ পয়েন্ট ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে।
ম্যাচে গোল যেমন সমান, আধিপত্যেও উভয় দলের অবস্থান ছিল সমানে সমান। কোনো দলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারেনি। শুধু তাই নয়, একে অপরের পোস্ট লক্ষ্য করেও সমান সংখ্যক শট নিতে পেরেছে।
তবে ম্যাচ শেষে সফরকারী আর্সেনালের হতাশাটা বেশি চোখে পড়েছে। তেমনটাই হওয়ার কথা। শেষ সময়ে বদলি খেলোয়াড় লিন্দ্রো ট্রোসার্ড যেভাবে দুটো সুযোগ নষ্ট করেছেন তা ছিল অবিশ্বাস্য। তার ব্যর্থতায় মাইকেল আরতেতা বিষ্ময়ে হতবাক হয়ে যান।
আক্রমণ আর প্রতি আক্রমণের খেলায় আর্সেনাল গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে এগিয়ে যায়। ম্যাচের বয়স তখন ৬০ মিনিট। এ গোলেই তারা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু পেড্রো নেতো ৭০ মিনিটে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
আর্সেনালের জন্য ম্যাচটা ছিল বেশ হতাশার। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ তারা জয় ছাড়া শেষ করলো।