প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করে নতুন এক ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও সালাহর একমাত্র গোলটি লিগ ইতিহাসে তার অনন্য কীর্তির সাক্ষ্য হয়ে থাকবে।
চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ৩৮ ম্যাচে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করেছেন এই মিশরীয় তারকা। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ ৫ লিগে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি ১০-এর বেশি গোল এবং অ্যাসিস্ট করেছেন। সেই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি জিতেছেন গোল্ডেন বুট, প্লে-মেকার অ্যাওয়ার্ড এবং মৌসুমসেরা খেলোয়াড়ের খেতাব—এক মৌসুমে এই তিনটি পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় সালাহ।
তবে এখানেই থেমে নেই তার কীর্তি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সালাহ দ্বিতীয়বারের মতো একই মৌসুমে গোল্ডেন বুট ও প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন। এর আগে ২০২১-২২ মৌসুমেও এই জোড়া পুরস্কার জিতেছিলেন তিনি।
এছাড়াও, সালাহ প্রিমিয়ার লিগে চারটি মৌসুমে গোল্ডেন বুট জিতে ভাগ বসিয়েছেন কিংবদন্তি থিয়েরি অঁরির সঙ্গে। এই কৃতিত্ব আর কারো নেই।
আরেকটি রেকর্ড ভাঙেন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করে—এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের তালিকায় (গোল + অ্যাসিস্ট) তিনি ৪৭-এ পৌঁছেছেন। এই তালিকায় সালাহর পাশে এখন কেবল অ্যান্ডি কোল (১৯৯৩-৯৪) ও অ্যালান শিয়েরার (১৯৯৪-৯৫)।
