দারুণ ছন্দে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একের পর এক জয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা সমর্থকদের মুগ্ধ করে চলেছে। এবার সরাসরি মাঠে সেই বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের খেলা দেখার সুযোগ পাচ্ছেন ভারতের ফুটবলপ্রেমীরা।
আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে কেরালায় আসছে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজরা। সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমানও নিশ্চিত করেছেন—এই ম্যাচে মেসিকে খেলতে দেখা যাবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত সফরের বিনিময়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছে আর্জেন্টিনা দল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় একটি ম্যাচ খেলেই মেসিরা পাবে প্রায় ১৮১ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)।
তবে প্রশ্ন এখন—কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা? দ্য হিন্দু জানিয়েছে, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় আছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। যদিও আর্জেন্টিনা চাইছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০–এর মধ্যে থাকা কোনো দলের বিপক্ষে খেলতে।
