বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব প্রায় শেষের পথে। মূল বাছাই পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। স্বাগতিক তিন দলসহ ৪২টি দল এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। বাকি ছয়টি আসনের জন্য ২২টি দল প্লে অফে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইউরোপের ১৬টি দলের পাশাপাশি অন্য মহাদেশের ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে। এরই মধ্যে প্লে অফের ড্র হয়েছে।
দূর্ভাগ্য ইতালির। এবারও তারা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। প্লে অফে খেলতে হচ্ছে। ফলে আরও একবার বিশ্বকাপ থেকে দূরে থাকার শঙ্কা তৈরি হয়েছে দলটির। প্লে অফের প্রথমেই তাদেরকে শক্তিশালী প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হতে হবে। সেখানে জয় পেলে তাদের জন্য অপেক্ষা করবে ওয়েলস ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে জয়ী দলটি। সুইডেন, রুমানিয়াকেও খেলতে হচ্ছে প্লে অফে।
আগামী ২৬ মার্চ শুরু হবে প্লে অফ। এক নজরে প্লে অফের চিত্র।
ইউরোপিয়ান প্লে-অফের সূচি
পাথ ‘এ’
ইতালি-উত্তর আয়ারল্যান্ড
ওয়েলস-বসনিয়া
পাথ ‘বি’
ইউক্রেন-সুইডেন
পোল্যান্ড-আলবেনিয়া
পাথ ‘সি’
তুরস্ক-রোমানিয়া
স্লোভাকিয়া-কসোভো
পাথ ‘ডি’
ডেনমার্ক-উত্তর মেসিডোনিয়া
চেক প্রজাতন্ত্র-আয়ারল্যান্ড
- প্রতিটি ম্যাচের জয়ীরা ফাইনালে নিজ নিজ পাথের অন্য জয়ীর সঙ্গে ফাইনাল খেলবে। ফাইনালের জয়ীরা পাবে বিশ্বকাপে টিকিট।
** সব ম্যাচ এক লেগের
আন্তমহাদেশীয় প্লে-অফের সূচি
সেমিফাইনাল
নিউ ক্যালেডোনিয়া-জ্যামাইকা
বলিভিয়া-সুরিনাম
ফাইনাল
নিউ ক্যালেডোনিয়া/জ্যামাইকা-কঙ্গো ডিআর
বলিভিয়া/সুরিনাম—ইরাক
*২০২৬ সালের মার্চে মেক্সিকোয় হবে আন্তমহাদেশীয় প্লে-অফ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















