ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে পিএসজি-আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। গতকাল বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে পৌঁছেছে ইন্টার মিলান। আজ চূড়ান্ত হবে অন্য ফাইনালিস্ট। শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মাঠে নামছে প্যারিস সেন্ত জার্মেই ও আর্সেনাল। ফ্রান্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্যারিস সেন্ত জার্মেইয়ের সামনে ফাইনালে ওঠার দারুণ সুযোগ। প্রথম লেগের ম্যাচে ১-০ জয়ের সুবাদে প্যারিস সেন্ত জার্মেই এগিয়ে রয়েছে। ফলে আজ ঘরের মাঠের খেলায় ড্র করলেই তারা ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে ফাইনালে খেলতে আর্সেনালের সামনে জয়ের বিকল্প নেই। দুর্ভাগ্য আর্সেনালের। নিজেদের মাঠের খেলায় চতুর্থ মিনিটে গোল হজম করলেও তারা সে গোল আর ফেরত দিতে পারেনি।

এবার নিয়ে গত ছয় বছরের মধ্যে চতুর্থবারের মতো প্যারিস সেন্ত জার্মেই সেমিফাইনালে খেলছে। আজ ফাইনালে উঠতে পারলে দ্বিতীয়বারের মতো তারা ফাইনালে উঠবে। এর আগে ২০২০ সালে প্যারিস সেন্ত জার্মেই ফাইনালে উঠেছিল। তবে শিরোপার দেখা পায়নি। বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল।

প্যারিস সেন্ত জার্মেইয়ের মতো আর্সেনালও মাত্র একবার ফাইনালে খেলেছে। ২০০৬ সালে ফাইনালে উঠেছিল তারা। এবার শেষ ষোলোর লড়াইয়ে পিএসভি আইন্দহোফেন, কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারালেও এখনো সেরা হওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারেনি। ঘরোয়া লিগের তিক্ত স্মৃতি নিয়ে তাদেরকে আজ পিএসজির মুখোমুখি হতে হবে। লিগ লড়াইয়ে সর্বশেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরেছে।

আর্সেনালের বর্তমান অবস্থা কতটা নাজুক তা ঘরোয়া লিগের পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে। লিগের সর্বশেষ ১০ ম্যাচের মাত্র তিনটিতে জয় তাদের।

Exit mobile version